ফেনীতে পরিবর্তনের কেন্দ্র তরুণ শক্তি শীর্ষক পলিসি ক্যাফে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার ফেনী শহরের শহিদ শহীদুল্লা কায়সার সড়কস্থ একটি কনভেনশন সেন্টারে যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ব্রুকিংস ইনস্টিটিউশনের সেন্টার ফর ইউনিভার্সাল এডুকেশন (CUE)-এর আওতাধীন লার্নিং অ্যান্ড অ্যাকশন অ্যালায়েন্স ফর গার্লস’ এজেন্সি (LAAGA)-এর উদ্যোগে এ পলিসি ক্যাফে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরিন আক্তার ও ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডুকেশন কালচারাল সোসাইটির নির্বাহী পরিচালক এবং ব্রুকিংস এর LAAGA এর রিসার্চ কনসালট্যান্ট কাজী নাসরিন সিদ্দিকা।
প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ফেনী জেলার সাবেক জেলা শিক্ষা অফিসার কাজী সোলিম উল্লাহ, একাডেমিক সুপারভাইজার কামরুন নাহার, ফকিরহাট আবু বকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর চৌধুরী ও তাহমিনা তোফা সিমা। গবেষণা উপস্থাপন করেন ECS -এর গবেষণা উপদেষ্টা এসএম মামুন মোর্শেদ।