হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিষ্ণুপুর এলাকায় কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার কুন্ডু মেলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্থানে স্নান করতে আসে। এ উপলক্ষে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে। গতকাল বিকালে বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরকে ধাওয়া করে।
এ সময় চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়।