ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

কুন্ডু মেলায় ছুরিকাঘাতে একজন খুন

কুন্ডু মেলায় ছুরিকাঘাতে একজন খুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিষ্ণুপুর এলাকায় কুন্ডু মেলায় পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ছুরিকাঘাতে হোসেন মিয়া (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার কুন্ডু মেলা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছর ওই দিনে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্থানে স্নান করতে আসে। এ উপলক্ষে স্থানীয়দের উদ্যোগে মেলা বসে। গতকাল বিকালে বিষ্ণুপুর গ্রামের রজব আলী ও জহির আলীর লোকজনের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একে অপরকে ধাওয়া করে।

এ সময় চৌমুহনী ইউনিয়নের তিনগাঁও গ্রামের মৃত আতর আলীর ছেলে হোসেন মিয়ার ডান পায়ের উরুতে ছুরিকাঘাত করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত