ঢাকা সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

নরসিংদীতে ১৯৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। গত শুক্রবার সদর উপজেলার মাধবদী থানার খরনমদি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- নরসিংদী পৌর এলাকার কাউরিয়াপাড়ার সোহরাব হোসেনের ছেলে হৃদয় মিয়া (২৩) এবং ব্রাহ্মণপাড়ার ফিরোজ খানের ছেলে রবিন খান (৩৫)। গতকাল শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপিতে এসব তথ্য জানায় র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার সাদমান ইবনে আলম। এ সময় তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাধবদী থানার খরনমদি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত