দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে হয়। গত বুধবার ফুলবাড়ী উপজেলার প্রাণিসম্পদ দপ্তরে চত্বরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অর্থ ও সামাজিক জীবন মান উন্নয়নের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী অফিসার ইসাহাক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মেজর মো. আরমান, খোলাহাটি সেনানিবাস, ফুলবাড়ী প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, এলুয়াড়ী ইউপি চেয়ারম্যান নবীউল ইসলাম, ফুলবাড়ী থানার ওসি খন্দকার মহিববুল ইসলাম প্রমুখ।