ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ

রংপুরে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ

রংপুরে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইন-ফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ): রিইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্রেন্টস’ প্রকল্পের আওতায় রংপুর প্রবাসী কল্যাণ সেন্টারের উদ্যোগে প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চেক বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কর্মীর ২০ জন মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি ও ১০ জন প্রতিবন্ধীকে মোট সাত লাখ ১৫ হাজার ৫০০ টাকার চেক বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত