ঢাকা বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

চকরিয়ায় সাত বসতঘর পুড়ে গেছে

চকরিয়ায় সাত বসতঘর পুড়ে গেছে

কক্সবাজারের চকরিয়ায় রান্না ঘরের গ্যাসের সিলিন্ডার থেকে সৃষ্ট আগুনে পুড়ে গেছে সাত বসতঘর।

এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মানিকপুর বাজার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ওই এলাকার নুরুল ইসলাম, সাইফ উদ্দিন, মো. আসফাক উদ্দিন, বদর উদ্দিন, আবু নাছের, সরোয়ার উদ্দিন ও আবু তাহেরের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত লোকজন জানায়, বাড়ি পুড়ে যাওয়ায় তাদের প্রায় ৫০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে ছুটে যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যেকটি পরিবারকে ১০ কেজি চাউল ও দুটি কম্বল দেয়া হয়।

গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে আবারও ২ বান ডেউটিন ও ৬ হাজার টাকার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারকে এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দেসহ উপজেলা প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত