ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

মাদবপুরে গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

মাদবপুরে গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন, ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. হান্নান (৩৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. সেলিমের ছেলে জামাল মিয়া (২৭)। এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ। গত শুক্রবার ভোরে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ওই ২ জনকে গ্রেপ্তার করে। পরে মামলা দিয়ে তাদেরকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত