মুন্সীগঞ্জের সিরাজদীখানে ধলেশ্বরী নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী ফাঁড়ির নৌ-পুলিশ। নিহতের বয়স আনুমানিক ৩৫।
তার পরনে ছিল কালো প্যান্ট ও হাফহাতা সাদা-কালো টি-শার্ট। গত শুক্রবার রাত ১১টার দিকে বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকায় ধলেশ্বরী নদীতে থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে বক্তাবলী ফাঁড়িতে নিয়ে যায় নৌ-পুলিশ। বালুচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আলেকচান সজীব জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশকে জানিয়েছি, পরে নৌ-পুলিশ এসে লাশ নিয়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলার বক্তাবলি ফাঁড়ির নৌ-পুলিশের এসআই মোমিন মিয়া বলেন, এলাকাবাসীর কাছে খবর পেয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয়ের চেষ্টা চলছে।