গতকাল শনিবার সকালে স্বামী অমৃতত্বানন্দ ভবন ও আশ্রম শতবর্ষ মিলনায়তনে বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ দিনাজপুর আয়োজনে স্বামী বিবেকানন্দের বাংলাদেশে আগমণের ১২৫ বছর পূর্তি বিবেকানন্দ সাহিত্য উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বেলুন-ফেস্টুন ওড়িয়ে উদ্বোধন করেন উদ্বোধক রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন দিনাজপুরের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দ মহারাজ।
উদ্বোধন শেষে ‘চিন্তানায়ক’ বইয়ের মোড়ক উন্মোচন আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ দিনাজপুরের সভাপতি অধ্যাপক ডা. মাসুদুল হকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বিবেকানন্দ সাহিত্য উৎসবের আহ্বায়ক বিধান দত্ত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মিল্টন কুমার দেব। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রামকৃষ্ণ মিশন দিনাজপুরের সভাপতি অজয় কুমার চ্যাটার্জী, বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক ড. সুকান্ত রায়, বিশিষ্ট চিকিৎসক ও বিবেকনন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ দিনাজপুরের উপদেষ্টা ডা. শান্তুনু বসু, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সংগঠনের সহ-সভাপতি হারুন-উর-রশিদ।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভারসিটি ঢাকার অধ্যাপক ড. বিনয় বর্মন, বিশেষ বক্তা লেখক ও গবেষক কলকাতা, ভারত, অধ্যাপক মলয় চন্দন মুখ্যপধ্যায়, সেমিনারে সভাপতিত্ব করেন কলকাতা হতে আগত বিবেকানন্দ ইনস্টিটিউট অব ভ্যালু এডুকেশন এন্ড কলেজের পরিচালক ড. সুভেন্দু মজুমদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মাইলস্টোন কলেজ ঢাকার সহকারী অধ্যাপক রঞ্জন কুমার অধিকারী। প্রধান আলোচ্যক অধ্যাপক ড. মতিউর রহমান, অধ্যাপক আলী ছায়েদ, স্বামী হরিপ্রিয়া নন্দ (দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম)। সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবি তারেক রেজা। কবিতা পর্ব-৪ অতিথি ছিলেন মুসতাফা আনসারী, সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক মনোরঞ্জন রায়, সঞ্চালক ছিলেন চাষা হাবিব। সাহিত্য চর্চায় নারী শীর্ষক সেমিনারে মূল বক্তা ছিলেন ঔপন্যাসিক লায়লা চৌধুরী, কবি ও লেখক জিনাত রহমান। সভাপতিত্ব করেন অধ্যাপক অর্চনা অধিকারী। সঞ্চালক ছিলেন কবি অদীতি রায়। কবিতা পর্ব-৫ সম্মানীত অতিথি ছিলেন কবি ও গবেষক আব্দুল কাইয়ুম। সঞ্চালক ছিলেন কবি তুষার সুভ্র বসাক।
সাহিত্য সম্মেলনে কবিতায় বিনয় বর্মন, উপন্যাসে লায়লা চৌধুরী, সাংবাদিকতায় বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান, চিকিৎসায় ডা. শান্তনু বসু, ইতিহাস গবেষক লুৎফর রহমান, কথা সাহিত্যে অধ্যাপক জলিল আহমেদ, কবিতায় নিরঞ্জন রায়, নাট্য সাহিত্যে রণজিৎ সিংহ, সমাজসেবায় মামুনুর রশিদ চৌধুরী, শিক্ষায় জগদিশ চন্দ্র রায়ের হতে সম্মাননা তুলে দেন সম্মানীত অতিথি সাবেক যুগ্ম সচিব মহেশ চন্দ্র রায়, বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. ডিসি রায়, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. তারেক রেজা।
সভাপতিত্ব করেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি অধ্যাপক ডা. মাসুদুল হক। সঞ্চালক হিসেবে ছিলেন বিভাস দাস ও হারুন-উর-রশিদ। ধন্যবাদ জ্ঞাপন করেন বিবেকানন্দ শিক্ষা ও সাংস্কৃতিক পরিষদ এর সাধারণ সম্পাদক ডালিম কুমার রায়।