চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে ধারালো অস্ত্রের আঘাতে খুন হয়েছেন শুকরানী বেগম ওরফে খালেদা (৩৫) নামে এক নারী। গতকাল শনিবার সকালে উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর-বিজয় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শুকরানা উপজেলার ধাইনগর ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের সবুর আলীর মেয়ে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে শুকরাণীর বাবার বাড়িতে পাকা ঘর নির্মাণের কাজ চলছিল। এমন সময় তার চাচাতো ভাই মামুন এবং নিয়ামত এসে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং বেধড়ক মারধর শুরু করে। এক পর্যায়ে হাতে থাকা দেশিয় ধারাল অস্ত্রের উপর্যপুরি আঘাতে শুকরানা বেগমকে নির্মমভাবে হত্যা করে নিয়ামত আলী।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।