ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

টাঙ্গাইলের ধনবাড়ীতে বাসের ধাক্কায় সিএনজির তিন যাত্রী নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধনবাড়ীর বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ী দিগপাইত গ্রামের মজিবর রহমান জোয়ার্দারের মেয়ে কাজল রেখা (৪০) ও তার ছেলে শ্রাবণ (১৫), ও ময়মনসিংহ জেলার কোতয়ালী থানা এলাকার আহত বাসন্তী (৫০) ও সুয্য এর স্ত্রী নিহত ফুলকুমারী (৩৫)।

আহত সিএনজি চালকের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল্লাহ জানান, যাত্রীবাহী একটি সিএনজি জামালপুরের দিগপাইত থেকে ময়মনসিংহের ভালুকার দিকে যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল জামালপুর মহাসড়কের বাঘিল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা জামালপুরগামী মাহী এক্সপ্রেস নামের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা দুই যাত্রী মা, ছেলেসহ তিনজন নিহত হন। তিনি আরও জানান, সিএনজির চালকসহ আরও এক বৃদ্ধা নারী গুরুত্বর আহত হন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। নিহতদের উদ্ধার করে থানায় এবং আহতদেরকে ধনবাড়ী ও মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আইনিপ্রক্রিয়া শেষে নিহতদের পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত