ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ফরিদপুরে বন্ধ হওয়া মিল চালুর দাবিতে মতবিনিময় সভা

ফরিদপুরে বন্ধ হওয়া মিল চালুর দাবিতে মতবিনিময় সভা

ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল আখ চাষি কল্যাণ সংস্থার আয়োজনে আখের দামি বৃদ্ধি ও মাড়াই স্থগিত হওয়া মিলগুলো চালুর দাবিতে গতকাল সোমবার এক মতবিনিময় সভা আখ চাষি কল্যাণ সংস্থার নিজস্ব ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার ফরিদপুর চিনিকল আখ চাষি কল্যাণ সংস্থার সভাপতি হাজী মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম ঝটুর সঞ্চলনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন। বক্তব্য রাখেন বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের দপ্তর সম্পাদক সাহাবুর রহমান খৈবা, ফরিদপুর চিনিকল আখ চাষি কল্যাণ সংস্থার সহ-সভাপতি মির্জা মুরাদ হোসেন, দপ্তর সম্পাদক মো. মজিবর রহমান, আখচাষি কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মো.আকরাম হোসেন মিয়া, বিশিষ্ট আখ চাষি মিহির কুমার বসু প্রমুখ।

পরে কেন্দ্রীয় ও স্থানীয় আখ চাষি নেতারা ফরিদপুর চিনিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) খোন্দকার আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) মুহম্মাদ আনিস উজ্জামান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মাসুদ রেজা, মহাব্যবস্থাপক (কারখানা) পুলক কুমার সরকার, উপ-মহাব্যবস্থাপক (ল্যাব) মুহম্মদ মোফাখখারুল ইকবাল উপস্থিত ছিলেন।

বাংলাদেশ চিনিকল আখ চাষি ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন বলেন, চিনি শিল্পকে টিকিয়ে রাখতে হবে। আখের দাম বাড়ানো এখন সময়ের দাবি।

মাড়াই স্থগিত বা বন্ধ হওয়া ৬টি মিল চালু করতে হবে। এগুলো নিয়ে প্রথম অবস্থায় মতবিনিময় চলছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবগত করানো হবে। দাবি আদায়ে শেষ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা লাগতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত