শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা এবং কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নাটোরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জিয়া পরিষদ। গতকাল সোমবার নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূটি বক্তব্য দেন- নাটোর জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মো. আমিনুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি আল আসাদ বিন আবু সাঈদ, মো. মিজানুর রহমানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। একইদিন জেলা ছাত্রদলের উদ্যোগে এক সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।