ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জে পৃথক দুটি এলাকা থেকে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলো- তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে শান্ত (২১) ও সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে উদ্ধার হওয়া অপর যুবকের পরিচয় এখনও পাওয়া যায়নি। সিরাজগঞ্জ সদর থানার ওসি মোখলেছুর রহমান ও তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, গতকাল সোমবার সকালে যমুনা সেতু পশ্চিমপাড় রেলওয়ে স্টেশনের সয়দাবাদ এলাকা থেকে ওই অজ্ঞাত যুবকের (৩২) লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। তার লাশ সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে একই সময় তাড়াশ থানার পুলিশ ওই গ্রামের একটি ঘর থেকে শান্তর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত