কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালক ও এক যাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হলেন- শহরের ভৈরবপুর উত্তরপাড়ার আলী হোসেনের ছেলে কাইয়ুম মিয়া এবং উপজেলার বাঁশগাড়ি গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে জুয়েল মিয়া। গতকাল সোমবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়নের পানাউল্লারচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ওসি সাহাবুর রহমান জানান, সকালে ৩ জন নির্মাণ শ্রমিক নিয়ে অটোরিকশাটি আঞ্চলিক সড়ক থেকে একটি লিংক রোডে প্রবেশ করছিল। এ সময় পেছন থেকে দ্রুতগতির শ্যামল ছায়া পরিবহনের একটি বাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই যাত্রী জুয়েল মিয়া মারা যান। পরে স্থানীয়রা চালক কাইয়ুম মিয়াসহ অন্য ৩ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।