কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে কুখ্যাত ডাকাত নবী হোসেন গ্রুপের চার সদস্যকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৪ লাখ নগদ টাকা ও একটি বিদেশি আগ্নেয়াস্ত্র (উদ্ধার করা হয়। গত রোববার সন্ধ্যায় সেনাবাহিনী ও এপিবিএনর সমন্বয়ে পরিচালিত এ অভিযানে ক্যাম্প ১১-এর সি/৬ ব্লকের মাঝি কেফায়েত উল্লাহর বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। আটকরা হলেন- ক্যাম্পেরে ১১ এর ই ব্লকের মো. ইউসুফের ছেলে মো. আনাস (৩০), ক্যাম্প-৯ ব্লক সি ১৪ এর বাসিন্দা নুর বসরের ছেলে মনসুর (৩২), ক্যাম্প ৯ এর সি ব্লক ১৬ এর বাসিন্দা নাজিমুদ্দিনের ছেলে ইয়াসের আরাফাত (৩৫) ও ক্যাম্প-১১ এর সি-৬ ব্লকের বাসিন্দা সৈয়দ আহমেদের ছেলে কেফায়েত উল্লাহ (৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, তারা কুখ্যাত রোহিঙ্গা ডাকাত নবী হোসেনের নেতৃত্বাধীন সন্ত্রাসী দলের সক্রিয় সদস্য। বিষয়টি নিশ্চিত করেছেন যৌথবাহিনী কক্সবাজারস্থ টিমের গণমাধ্যম শাখার কর্মকর্তা মেজর আরিফ শাহরিয়ার। জানা যায়, অভিযানের দিন ক্যাম্পে আসা এক অস্ত্র কারবারি ইলিয়াসের সঙ্গে বিদেশি অস্ত্র ক্রয়-বিক্রয়ের জন্য ওই চারজন উপস্থিত ছিল। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইলিয়াস পালিয়ে গেলেও বাকিদের আটক করা সম্ভব হয়। উদ্ধার অস্ত্র টতও ঝগএ, যা সাধারণত মিয়ানমার সেনাবাহিনী ব্যবহার করে। সেটি নবী হোসেনের ক্যাম্প ৮ (ইস্ট) এলাকার আস্তানায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। নবী হোসেন বর্তমানে আরসার কমান্ডার এবং আরসিপিআরের প্রধান নেতা দিল মোহাম্মদের অধীনে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। বিগত ২০২৩ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের পর অল্প সময়ে তিনি ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী হিসেবে আত্মপ্রকাশ করে।