
ফেনীর সোনাগাজীর পৌর শহরের গো-হাট এলাকা, গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজ ও ব্রিজের পাশে গার্ড ওয়াল নির্মাণের প্রয়োজনীয়তা পরিদর্শন করেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মোস্তফা, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আল সাঈদ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা হাফেজ হিজবুল্লাহ, সোনাগাজী পৌর যুবদলের সদস্য সচিব রাসেল হামিদীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উন্নয়ন কাজ তদারকিতে এই ধরনের সরেজমিন পরিদর্শনকে সাধুবাদ জানিয়ে স্থানীয় বাসিন্দারা জানান, গার্ড ওয়াল নির্মাণ এবং সড়ক উন্নয়ন কাজ শেষ হলে সাধারণ মানুষের চলাচলে স্বস্তি ফিরবে ও দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে।