ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজার জেল গেট থেকে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

কক্সবাজার জেল গেট থেকে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

জামিনে বের হয়ে ফের কক্সবাজার জেলা কারাগার ফটক থেকে গ্রেপ্তার হলেন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল আহমদ বাহাদুর ও যুবলীগ নেতা ইফতেখার উদ্দিন পুতু। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় কারা ফটক থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। কক্সবাজার জেলা কারাগার এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গতকাল সোমবার পৌনে ৭টার দিকে যুবলীগ নেতা বাহাদুর ও পুতু কারাগার থেকে বের হন। ওইসময় কারাগার ফটকে অবস্থানরত গোয়েন্দা পুলিশ ডিবি ও কক্সবাজার সদর মডেল থানার একদল পুলিশ তাদের গ্রেপ্তার করে।

কারাগার সূত্র বলছে, গত ১১ মে তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে যুবলীগ নেতা সোহেল আহমদ বাহাদুরকে কারাগারে পাঠান আদালত। একই ভাবে অন্য একটি মামলায় অন্য যুবলীগ নেতা ইফতেখার উদ্দিন পুতুকে গত ২৭ এপ্রিল ঢাকা থেকে গ্রেপ্তার করেন। পরে ১৯ মে তাকে কক্সবাজার জেলা কারাগারে আনা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত