ঝিনাইগাতী উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
এতে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান, জামায়েত ইসলামীর আমির মাওলানা নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. রোস্তম আলী, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু প্রমুখ। এতে উপস্থিত ছিলেন- সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক।