শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মাদ্রাসা প্রাঙ্গণে ২টি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচি উদ্বোধন করেন মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম। এ সময় সহ-সুপার মাওলানা মো. ফজলুল করিম, সিনিয়র সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন ও মোসাম্মৎ রোকেয়া আক্তার, সহকারী শিক্ষক শওকত আলী, নুসরাত জাহান নিপা, সহকারী মৌলভী মাওলানা মো. হযরত আলী ও ফুলেছা খাতুন, সহকারী শিক্ষক মাহাদী মাসুদ, জেসমিন আক্তার, সবুজা খাতুন, মুক্তা খাতুন, কব্দুল হোসেন, ইয়াছিন আহাম্মেদ, আমিন মিয়া, উজ্জল মিয়া, আরিফ হোসেন ও লাবনী বেগমসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।