দিনাজপুরের খানসামা উপজেলায় পাটখেত থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার ভাবকী ইউনিয়নের মাড়গাঁও প্ল্যান বাজার এলাকায় বাংলা ভাষা কলেজের পশ্চিমে পাকা রাস্তার অদূরে পাটখেত থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর দেলোয়ার হোসেন (৬২)। ভাবকী ইউনিয়নের মাড়গাঁও গ্রামের তফির মেম্বারপাড়ার বাসিন্দা। তিনি মৌসুমি ব্যবসায়ী হিসেবে ভুট্টা, পাট, আলু কেনাবেচা করতেন। লাশ উদ্ধারের সময় তার জামার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। যেখানে তিনি কার কাছে কত টাকা দেনা ও পাওনা আছেন, তার হিসাব লেখা ছিল। খানসামা থানার ওসি নজমুল হক বলেন, লাশের সুরতহাল করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।