
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের সেলদিয়া গ্রামের মাদকাসক্ত যুবক মো. নূরুল আমীনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে বড় ভাই বনি আমীন ও তার মা হেলেনা বেগমের বিরুদ্ধে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। লাশ ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বারিষাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য বাবুল হোসেন জানান, সেলদিয়া গ্রামের হতদরিদ্র শাহজাহানের (৬০) ভিটা-মাটি ছাড়া আর তেমন কোনো জমিজমা নেই। তিনি ও তার স্ত্রী আশপাশের কয়েক গ্রামের লোকজনের মাটি কেটে জীবিকা নির্বাহ করেন। অনেক কষ্টে টাকা জোগাড় করে কয়েক বছর আগে বড় ছেলে বনি আমীনকে সৌদি আরবে শ্রমিক ভিসায় পাঠিয়েছিলন। গত দুই মাস আগে তিনি ছুটিতে দেশে আসেন। আর ছোট ছেলে নূরুল আমীন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে পরিবারের সব জিনিস ও কাপর চোপরও বিক্রি করে দিত এবং লোকজনের সঙ্গে খারাপ আচরণ করতো। নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধর করতো।
নিহতের বাবা মো. শাহজাহান জানান, তার মাদকাসক্ত ছেলে নূরুল আমীনকে ভালো করতে দুই দফায় প্রায় তিনমাস মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা খরচ করেছেন। পুরো খরচটাই তার বড় ছেলের পাঠানো টাকা থেকে মিটিয়েছেন। কিন্তু বাড়ি ফিরে এসেই আবার মাদক সেবন শুরু করে। কাপাসিয়া থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে তবে সে মাদকাসক্ত ছিল।