ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

টেকনাফে অটোরিকশা চালককে অপহরণ

টেকনাফে অটোরিকশা চালককে অপহরণ

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং হরিখোলা চাকমা পাড়া এলাকার পাপেল চাকমা নামের একটি অটোরিকশা চালককে অপহরণ করেছে পাহাড়ি সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭টায় হোয়াইক্যং- বাহারছড়া সড়কের ঢালায় সোনালী ব্যাংক নামক স্থান থেকে তাকে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায় বলে জানিয়েছেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আবুল হাশেম। পাপেল চাকমা হোয়াইক্যং ইউনিয়নের হরিখোলা চাকমা পাড়া এলাকার বাসিন্দার চন্দ্রমনি চাকমার ছেলে।

মোহাম্মদ আবুল হাশেম বলেন, গতকাল শুক্রবার সকালে হোয়াইক্যং হরিখোলা চাকমা পাড়া এলাকার বাসিন্দা পাপেল নামে একজন চাকমা যুবক অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে বাহারছড়া শামলাপুর সিএনজি স্টেশনে গাড়ির সিরিয়াল দেওয়ার জন্য রওনা হচ্ছিল। হঠাৎ একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা পাহাড়ের সোনালি ব্যাংক ঢালার মুখে স্থানে পৌঁছলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নেমে রাস্তা আটকিয়ে অটোরিকশা থেকে নামিয়ে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গহিন পাহাড়ে নিয়ে যায়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকেই শুনেছি। তবে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অভিযোগ দেয়নি। তারপরও তাদের উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চলছে। কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এ নিয়ে গত ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত