ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে জাসাসের মানববন্ধন

মানিকগঞ্জে জাসাসের মানববন্ধন

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে মানিকগঞ্জে একটি মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। গতকাল শনিবার জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনা ও সহযোগিতায় এই মানববন্ধন সফলভাবে সম্পন্ন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান, আব্দুল বাতেন ও রফিক উদ্দিন ভুইয়া হাবু, জেলা জাসাসের আহ্বায়ক হোসেন শিকদার এবং সদস্য-সচিব শামীম বিশ্বাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত