যমুনা সেতু পশ্চিমপাড় টোলপ্লাজা চত্বর থেকে ৭টি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- পাবনার ফরিদপুর উপজেলার মেছড়া শিববাড়ি গ্রামের রোকন ও সিরাজগঞ্জ সদর উপজেলার চর বনবাড়িয়া গ্রামের শামিম। যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান জানান, গোপন সংবাদেরভিত্তিতে পুলিশ সুপার ফারুক হোসেনের দিকনির্দেশনায় গতকাল শনিবার সকালে ওই টোল প্লাজায় একদল পুলিশ অবস্থান নেয়। এ সময় ছোট বড় ৭টি গরু ভর্তি ঢাকামুখী একটি ট্রাক সিগন্যালে থামানো হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করা হয়েছে এবং উল্লেখিত গরু উদ্ধারসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। রোকনের বিরুদ্ধে চুরি ডাকাতিসহ কমপক্ষে ২০টি মামলা রয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।