ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই শহিদদের স্মরণে মুন্সীগঞ্জে দোয়া মাহফিল

জুলাই শহিদদের স্মরণে মুন্সীগঞ্জে দোয়া মাহফিল

জুলাই শহিদদের স্মরণে মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলার সিপাহীপাড়ায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানে শহিদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলার শাখার সভাপতি মুফতি শাহাদাত হোসেন লস্করপুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী সোহরাব হোসেন ফারুকী, সহ-সভাপতি আলহাজ্ব ফারুক হোসেন হাওলাদার। জয়েন্ট সেক্রেটারি মুফতি সানাউল্লাহ কাসেমী, অর্থ ও ও প্রকাশনা সম্পাদক ডাক্তার ওবায়দুল্লাহ সরদারসহ জুলাই শহিদ পরিবারের স্বজন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা। দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্ররা তাদের তাজা প্রাণ যেভাবে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে জাতি তাদের কখনও ভুলবে না। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার নেতারা জুলাই শহিদদের প্রতি সম্মাননা তাদের স্বজনদের হাতে তুলে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত