রাজশাহীর পুঠিয়ায় বাংলাদেশে জাতীয়তাবাদী দল (বিএনপির) সর্বস্তরের নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে মেলবন্ধন সৃষ্টির লক্ষ্যে ঈদ পুনর্মিলনী ও গণপরিচিত সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের বাগপাড়া ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি দল ও সব সহযোগী সংগঠনের সর্বস্তরের জনসাধারণ এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা বিএনপির ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হায়াত মো. আসাদুজ্জামান, গণপরিচিতি সভার আহ্বায়ক আকরাম শাহ্ মধু, যুগ্ম আহ্বায়ক সবুর খানসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহাবুবুল আলম মিঠু।