
মৌলভীবাজারের কুলাউড়ার হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন বাংলাদেশিকে আটক করেছে বলে নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল শনিবার বিকালে শ্রীমঙ্গল ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া জানান- আটক ওই তিন ব্যক্তি চোরাকারবারি। বিজিবি সূত্রে জানায়, গত বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের হরিপুর সীমান্ত এলাকায় শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) আওতাধীন শরীফপুর বিওপি সংলগ্ন সীমান্তে ২০ জন অজ্ঞাত বাংলাদেশি চোরাকারবারী ভারত থেকে চোরাই মালামাল আনতে বাংলাদেশের সীমানা পেরিয়ে ২০০ গজ ভেতরে প্রবেশ করছিলেন। সেই সময় বিএসএফের টহলদল তাদেরকে আটক করে নিয়ে যায়।
বিএসএফের আটকরা হলেন- শরীফপুর ইউপির সঞ্জয়পুর গ্রামের সোহাগ মিয়া ও হরিপুর গ্রামের মো. সিফার, মাসুক আলী। শ্রীমঙ্গল ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাকারিয়া জানান, ‘বিএসএফ তাদেরকে জানিয়েছে আটক তিনজনকে চোরাচালানি মালসহ ভারতের ত্রিপুরা রাজ্যের উনোকুটি জেলার ইরানি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অন্যদিকে, আটক তিনজনের পরিবারের পক্ষ থেকেও এখনও কুলাউড়া থানায় কোনো সাধারণ ডায়েরি করা হয়নি আর বিজিবির কাছেও কোনো অভিযোগ করা হয়নি।