ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে যুবক নিহত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পর্শে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া (৩২) লাখুহাটি গ্রামের হবু মিয়ার ছেলে। হোসেনপুর থানার ওসি মারুফ হোসেন স্বজনদের বরাত দিয়ে জানান, রাজন মিয়া সকালে তার নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লাগিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে বলেও জানান ওসি মারুফ হোসেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত