রাজবাড়ীর সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ভ্যানচালক রুপল শেখ হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- স্থানীয় শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন ও ছেলে রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা।
গত বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। নিহত রুপল শেখ (২৭) ওই এলাকার জিন্নাহ শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক এবং দিনমজুর ছিলেন। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম জানান, মামলাটি তদন্তের দায়িত্ব গোয়েন্দা পুলিশের ওপর অর্পণের পর থেকেই আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাতে শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ১৭ মে রুপল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায় নিয়ে যাওয়া হয়। সেখানে মিথ্যা চুরির অভিযোগ ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মামা কালাম মোল্লা বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে নিহতের মা রাবেয়া বেগম আদালতে আরও একটি মামলা করেন।