নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ২২ দিন ধরে নিখোঁজ গন্ডা ইউনিয়ন যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের সন্ধান দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি হয়। এ সময় কেন্দুয়া-ঈশ্বরগঞ্জ রোডে ২০ মিনিট যান চলাচল বন্ধ থাকে।
বক্তারা দ্রুত শামীমের সন্ধান দাবি করে বলেন, প্রশাসনের গাফিলতির কারণেই এখনও তার কোনো খোঁজ মেলেনি। আগামী তিনদিনের মধ্যে ব্যবস্থা না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।
মানববন্ধনে শামীমের স্ত্রী, মা ও সন্তানসহ পরিবার-পরিজন, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে পাহাড়পুর এলাকা থেকে নিখোঁজ হন শামীম।