ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মির্জাগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

মির্জাগঞ্জে মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর মাদক নির্মূল অভিযানে প্রায় আধা কেজি গাঁজাসহ জিয়া সিকদার (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়া সিকদার খুলনার শহরের সোনাডাঙ্গার নাজিরঘাট মহল্লার মৃত সোবহান শিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন যাবত তার শশুর বাড়ি মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের রানীপুর গ্রামের আকছেন মৃধা বাড়িতে বসবাস করেন। এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত