ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালী ও সোনাগাজী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সোনাগাজীতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর নিতাই চরণ ভৌমিক এর সভাপতিত্বে ও ফেনী জেলা স্কাউটের সম্পাদক বিল্লাল হোসেনের সঞ্চালনায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুভনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শেখ আবদুল হান্নান। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তি-তর্কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল হেলাল একাডেমি সোনাগাজীর শিক্ষার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত