
কক্সবাজারের উখিয়ায় বিশেষ অভিযানে চালিয়ে হত্যা-মাদকসহ ৯টি মামলার পলাতক আসামি আনোয়ারুল ইসলাম ওরফে আনু সালাম ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫ এর সদস্যরা। গত বৃহস্পতিবার আনুমানিক আড়াইটার দিকে উপজেলার কুতুপালং এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তার কাছ থেকে দুইটি ওয়ান শুটার বন্দুক, সাত রাউন্ড তাজা গুলি ও একটি খালি গুলির খোসা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আনু সালাম উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, হত্যাচেষ্টা, বনভূমি দখলসহ মোট ৯টি মামলা রয়েছে।