ঢাকা সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১৩ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

সুন্দরগঞ্জে চার জুয়াড়ি গ্রেপ্তার

সুন্দরগঞ্জে চার জুয়াড়ি গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ পৌরসভা কমপ্লেক্সের দক্ষিণ পাশে বাঁশ ঝাড় থেকে জুয়া খেলার সরঞ্জামসহ চারজনকে আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন- সুন্দরগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডেও মৃত দসিজল হকের ছেলে কামরুজ্জামান সরদার সরোয়ার, একই এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোকাররম হোসাইন, বামনজল (শাখাবাড়ি) এলাকার খলিল সরদারের ছেলে এন্তাজুল হক হিরো (৪৫), দাসপাড়া গ্রামের মৃত রমেশ চন্দ্র দাসের ছেলে বিশ্বনাথ দাস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত