ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দাগনভূঞায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপকরণ ক্রয়

দাগনভূঞায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় উপকরণ ক্রয়

বন্যার আগাম প্রস্তুতির অংশ হিসেবে ২০টি নৌকা কিনেছে দাগনভূঞা উপজেলা প্রশাসন।

গতকাল রোববার উপজেলা পরিষদ বিজয় চত্বরে এসব নৌকা ইউনিয়ন পরিষদের প্রশাসকদের কাছে হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম।

ইউএনও বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের জন্য ২টি করে ১৬টি নৌকা ও উপজেলা পরিষদের জন্য ৪টি মোট ২০টি নৌকা হস্তান্তর করা হয়েছে। সিন্দুরপুর ইউনিয়ন পরিষদে লাইফ জ্যাকেট, রেইনকোট, টর্চ লাইটসহ অন্যান্য উপকরণ দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়ন পরিষদে ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজে সহায়ক এসব উপকরণ দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও পৌরসভা জন্য ৪টি নৌকা কেনা হয়েছে। সেগুলো কিছু দিনের মধ্যে পৌঁছে যাবে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এএসএম সোহরাব আল হোসাইন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, মৎস্য কর্মকর্তা মিরাজুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আইনুল হোসাইন জিলানী, প্রকৌশলী (এলজিইডি) মাছুম বিল্লাহ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান ও যুব উন্নয়ন কর্মকর্তা তাফাজ্জল হোসেন প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত