
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপির দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
তাদের প্রতি সংহতি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করেন নাসিম উদ্দিন মালিথা পরিষদের নেতারা, জামায়াত ইসলামী, শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের নেতারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা ওই বিসিক এলাকায় বগুড়া-নগড়বাড়ি মহাসড়ক অবরোধ করে রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এ সময় জামায়াতের নেতারা বলেন, সরকারের প্রতি আহ্বান আজকের একনেক সভায় রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন করে ক্যাম্পাস নির্মাণের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করুন এবং শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের সভাপতি মির্জা হুমায়ুন বলেন, রবি নির্মাণের জন্য কোনো ভূমি অধিগ্রহণের দরকার নেই। এরপরেও ডিপিপি অনুমোদনে বাধা কোথায়? ফোরামের নেতারা সরকারের প্রতি জোর দাবি জানান যেন আজকের একনেক সভায় রবির স্থায়ী ক্যাম্পাস নির্মাণের ডিপিপি অনুমোদন দেওয়া হয়।
এ সময় রবির ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এসএম হাসান তালুকদার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া ও ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের দাবি সংবলিত প্ল্যাকার্ড হাতে দেন এবং গণমাধ্যমকর্মীরা ভিসির বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এই প্ল্যাকার্ডের কথাই আমাদের বক্তব্য। উল্লেখ্য, আজ সোমবার রবির অ্যকাডেমিক ভবন-৩ সংলগ্ন ওই মহাসড়কে প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হবে। সেইসঙ্গে মানববন্ধনও চলবে।