ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

তালতলীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি

বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের বড়পাড়া গ্রামে মালয়েশিয়া প্রবাসী নাসির পাটোয়ারীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে ৮-১০ জনের ডাকাত দল ঘরের মেঝোতে মাটি খুঁড়ে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়। ডাকাতরা প্রবাসী নাসির পাটোয়ারীর স্ত্রী মনিকা বেগম, মেয়ে নাহিদা বেগম, আদুরী আক্তার, ইভা আক্তার ও পিতা আনোয়ার হোসেন পাটোয়ারী তার শাশুড়িকে অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘরে থাকা নগদ ৫ লাখ ৩০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালংকার এবং ২টি মোবাইল ফোন নিয়ে যায়। এছাড়া একই রাতে নাসির পাটোয়ারীর বড় ভাই জসীম উদ্দীনের বাড়িতেও ডাকাতরা হানা দেয়। সেখান থেকে একটি মোবাইল ফোন নিয়ে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে দরজা আটকে দেয়। তালতলী থানার ওসি মো. শাহজালালের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত