
গতকাল রোববার দুপুরে দিনাজপুর জেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) প্রকল্পের উদ্বোধন করেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রিয়াজ উদ্দিন, জেলা পরিষদেও প্রধান নির্বাহী কর্মকর্তা মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রিয়াজ উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), জানে আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নূর ই আলম সিদ্দিকী, দিনাজপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার প্রকৌশলী আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানা, জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (সদর)। পরিদর্শন শেষে বিভাগীয় কমিশনার টি-আর প্রকল্পের দৃষ্টিনন্দন কাজের জন্য সন্তোষ প্রকাশ করেন।