ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

উজিরপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

উজিরপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

বরিশালে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত

বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে শাহ আলম খান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

স্থানীয়রা ঘাতক ছেলে শিমুল খানকে (৩০) আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। গতকাল রোববার দুপুরে উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের খাটিয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শাহ আলম ওই গ্রামের মৃত আব্দুর রহমান খানের ছেলে। নিহতের ভাই দুলাল খান জানান, শাহ আলম খান বিদ্যুৎ অফিসে চাকরি করতেন। অবসর গ্রহণের পর তিনি বাড়িতে থাকতেন। তার ভাতিজা শিমুল দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছে। প্রায় মাদকের টাকার জন্য শিমুল তার বাবা শাহ আলমকে মারধর করতেন।

গতকাল দুপুরে মাদক ক্রয়ের টাকার জন্য শাহ আলমকে চাপ প্রয়োগ করে শিমুল। তিনি টাকা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে খাটিয়ালপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়া শাহ আলমকে ছুরিকাঘাত করে শিমুল। স্থানীয়রা তাকে (শাহ আলম) উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। উজিরপুর থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত