
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা উপজেলা গেট গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র শফিউল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে কুড়িগ্রাম নারী ও শিশু ট্রাইবুনাল আদালত। একই গ্রামের চতুর্থ শ্রেণির ছাত্রীকে শফিউল জোরপূর্বক ধর্ষণ করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৩ সালের ১২ মার্চ একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর পুত্র শফিউল আলম ভিকটিমকে চানাচুর হাতে দিয়ে তার নিজ বাড়ির ঘরে ঢুকিয়ে হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। এসময় মেয়েটির চিৎকারে তার মা দৌড়ে এলে শফিউল আলম দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের বাবা ২০১৩ সালের মার্চ মাসের ১৩ তারিখে ফুলবাড়ি থানায় একটি মামলা করেন। দীর্ঘ ১২ বৎসর মামলা চলার পর গত মঙ্গলবার কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিজ্ঞ বিচারক রিপতি কুমার বিশ্বাস ধর্ষক শফিউল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। এবিষয়ে কুড়িগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর মিজানুর রহমান বলেন, আইনের প্রতি মানুষের সর্বদা শ্রদ্ধা ও বিশ্বাস আছে এবং থাকবে। এজন্য মানুষ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাজে সঠিক ও ন্যায়বিচার পাচ্ছেন।