ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাজবাড়ীতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজবাড়ীতে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

রাজবাড়ীর পাংশা উপজেলায় বাবু খান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল বুধবার রাজবাড়ীর সিনিয়র দায়রা জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত দুই আসামি খোরশেদ সরদার ও শাহজাহান সরদার আদালতে উপস্থিত ছিলেন না। দণ্ডপ্রাপ্তরা হলেন- শরীয়তপুর জেলার নড়িয়া থানার শিরঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলেখোরশেদ সরদার ও পটুয়াখালী দশমিনা থানার আউলিয়াপুর গ্রামের মৃত হাশেম আলী সরদারের ছেলে শাহজাহান সরদার। নিহত বাবু খান শরীয়তপুর জেলার নুরিয়া থানার মসুরা গ্রামের সেকেন্দার খানের ছেলে। আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি রাতে ডলার ব্যবসার সূত্র ধরে বাবু খানকে শরীয়তপুর থেকে কৌশলে ডেকে এনে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের দুরশুন্দিয়া মাঠের একটি রসুনক্ষেতে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন সকালে স্থানীয়দের দেওয়া তথ্যেরভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে কোনো পরিচয়পত্র না থাকায় শুরুতে এটি অজ্ঞাত লাশ হিসেবে চিহ্নিত ছিল। ঘটনার দিনই পাংশা থানার এসআই রইজুল আলম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। পরে তদন্ত চলাকালে লাশের ছবি দেশের বিভিন্ন থানায় পাঠানো হলে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত