
চট্টগ্রামের হাটহাজারীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নাসির উদ্দিন (৫৮) নামের এক ওমান প্রবাসী নিহত হয়েছে। একই দুর্ঘটনায় আরও ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গতকাল বিকালে হাটহাজারী পেীরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘি পাড় এলাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দীন হাটহাজারী থানাধীন আমানবাজারস্থ আকবর সারাং বাড়ির মৃত আবদুল করিমের ছেলে।