ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাংস্কৃতিক কর্মসূচিতে রবির স্থায়ী ক্যাম্পাস দাবি

সাংস্কৃতিক কর্মসূচিতে রবির স্থায়ী ক্যাম্পাস দাবি

সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে মহাসড়কে গান, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে রবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিবাদী গানে ও কবিতায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি তুলে ধরেন। এরপর বিকালে রবির শিক্ষার্থীদের মশাল মিছিলসহ নানান কর্মসূচি পালিত হয়েছে। প্রতিষ্ঠার ৯ বছর পেরিয়ে গেলেও রবি সামান্য অঙ্কের ডিপিপি অনুমোদন না পাওয়ায় তারা দীর্ঘদিন ধরে সরকারের কাছে তাদের দাবি জানিয়ে আসছেন। শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বয়কটের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা ডিপিপি’র দ্রুত অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে আন্দোলন করছেন। আজ বৃহস্পতিবার সকালে রবির অ্যাকাডেমিক ভবন-২ থেকে বিসিক বাসস্ট্যান্ড পর্যন্ত মৌনমিছিল ও গণসংযোগ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত