প্রিন্ট সংস্করণ
০০:০০, ৩১ জুলাই, ২০২৫
গত মঙ্গলবার রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী ৩৫ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙামাটি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা। জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, রাঙামাটি প্রেসক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মো. মনছুরুল হক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রতন চাকমা। - আলোকিত বাংলাদেশ