
রংপুরের পীরগঞ্জে এক প্রবাসীর স্ত্রী আসমা বেগমের (৪২) গলাকাটা লাশ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার ভোরে উপজেলার ভেন্ডাবাড়ী ইউনিয়নের ভবানীপুর (বাদীপাড়া) গ্রামের প্রবাসীর স্ত্রীর নিজ বাসা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উক্ত গ্রামের মালয়েশিয়া প্রবাসীর সাজু মিয়ার স্ত্রী আসমা বেগম প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাত্রে নিজ বাসায় একাই রাত্রী যাপন করতেন। প্রবাসী স্বামী সাজু গত বৃহস্পতিবার রাতে তার স্ত্রীকে একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ হয়নি এবং স্ত্রীর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হন। পরে গভীর রাতে প্রবাসী সাজু মিয়া পাশের বাড়ির জনৈক ব্যাক্তিকে ফোন দিয়ে তার স্ত্রীকে ডেকে দিতে বলেন। উক্ত ব্যাক্তি সাজুর বাড়ির গেটের সামনে গিয়ে অনেক ডাকাডাকি করার পরেও স্ত্রীর কোনো সাঁড়া পাননি। তাই তিনি অনেকের সহযোগিতায় গেটের তালা ভেঙে বাড়ির অভ্যন্তরে প্রবেশ করে ঘরের মেঝেতে পড়ে থাকা স্ত্রী আসমার রক্তাক্ত লাশ দেখতে পান। পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে গত শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।