
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা চরগিরিশ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের বিএনপির সদস্য নবায়ন, ফরম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে সীমান্তবর্তী কাজিপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরগিরিশ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহীদুল হাজির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও কাজিপুর উপজেলার সম্মেলন প্রস্তুত কমিটির সমন্বয়ক শ্রী অমর কৃষ্ণ দাস, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা।