ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কেশবপুরে গাছের চারা বিতরণ

কেশবপুরে গাছের চারা বিতরণ

যশোরের কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিবন্ধীদের মাঝে ওই গাছের চারা বিতরণ করা হয়। মধ্যকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি ইউপি সদস্য আব্দুর রহিমের সভাপতিত্বে সংস্থার কার্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে প্রতিবন্ধীদের মাঝে গাছের চারা বিতরণ করেন, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চারুপীঠ একাডেমির অভিভাবক সদস্য শিক্ষক উজ্জ্বল কুন্ডু ও আমরা সাজাব কেশবপুর সংগঠনের সভাপতি কামরুজ্জামান রাজু। প্রতিবন্ধীদেরকে কাঁঠাল, বরই ও পেয়ারা গাছের চারা দেওয়া হয়। এসব ফলদ গাছের চারা পেয়ে প্রতিবন্ধীরা খুশি প্রকাশ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত