
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত দস্যুতার ঘটনায় জড়িত দুইজনকে সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। জেলা পুলিশ সুপার কার্যালয়ে গতকাল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা এ তথ্য জানান। গ্রেপ্তারদের কাছ থেকে ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৯৯,৫০০ টাকা, ছিনতাইয়ে ব্যবহৃত ব্যবহৃত দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে পরিহিত জামাকাপড় উদ্ধার করা হয়েছে।