ঢাকা মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

সড়ক দুর্ঘটনায় চলে গেলেন লেখক, গবেষক ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন শাহ আলম নিপু (৭৩)। গতকাল শনিবার ভোরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিউদ্দিন শাহ আলম নিপু মিরসরাই উপজেলার মিরসরাই সদর (৯ নম্বর) ইউনিয়নের জোড়পুনি গ্রামের কাদির বক্স ভূঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ ওয়াজি উল্লাহর চতুর্থ ছেলে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সাবেক সভাপতি, মিরসরাই এডুকেশন সোসাইটি চট্টগ্রাম-এর উপদেষ্টা, সৃজনশীল প্রকাশক পরিষদের সভাপতি, আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশের সাবেক গভর্নর, মিরসরাই অ্যাসোসিয়েশন চট্টগ্রামের উপদেষ্টা, কালধারার প্রকাশক ও একাধারে সমাজকর্মী ও সাহিত্যপ্রেমী ছিলেন।

জানা গেছে, গত শুক্রবার রাতে রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লুতে আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স বাংলাদেশের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে শেষে রিকশাযোগে আত্মীয়ের বাসায় যাওয়ার পথে দ্রুত গতির মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে রাজধানীর শমরিতা হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার ভোরে মারা যান তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত